৬০ এর দশকে আসিফ-পপি
সংগীতশিল্পী আসিফ আকবর ও অভিনেত্রী পপি। ছবি: সংগৃহীত
ষাটের দশকের হিরোদের স্টাইলে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং অভিনেত্রী পপি থাকছেন সেই সময়ের নায়িকা হিসেবে।
“সাদা আর লাল” শিরোনামের গানের ভিডিওটিতে এই জুটিকে দেখা যাবে ১৯৬০-এর দশকের সাজে।
গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন এবং প্রযোজনায় রয়েছে গানচিল।
সম্প্রতি, বিএফডিসিতে সেট সাজিয়ে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “গানটি আজ ১১ আগস্ট জিপি মিউজিক ও বায়োস্কোপে প্রকাশিত হবে। আর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে এ মাসের ১৭ তারিখ।”
“পপির মতো একজন গুণী নায়িকা আমার গানে আমার সঙ্গে মডেল হয়েছেন – এটি অনেক ভালোলাগার। আশা করছি, গানের ভিডিওটি সবার ভালো লাগবে,” বলেন আসিফ আকবর।