৬০ এর দশকে আসিফ-পপি

By স্টার অনলাইন রিপোর্ট
11 August 2017, 07:15 AM
UPDATED 11 August 2017, 13:24 PM

ষাটের দশকের হিরোদের স্টাইলে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর এবং অভিনেত্রী পপি থাকছেন সেই সময়ের নায়িকা হিসেবে।

“সাদা আর লাল” শিরোনামের গানের ভিডিওটিতে এই জুটিকে দেখা যাবে ১৯৬০-এর দশকের সাজে।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন এবং প্রযোজনায় রয়েছে গানচিল।

সম্প্রতি, বিএফডিসিতে সেট সাজিয়ে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “গানটি আজ ১১ আগস্ট জিপি মিউজিক ও বায়োস্কোপে প্রকাশিত হবে। আর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে এ মাসের ১৭ তারিখ।”

“পপির মতো একজন গুণী নায়িকা আমার গানে আমার সঙ্গে মডেল হয়েছেন – এটি অনেক ভালোলাগার। আশা করছি, গানের ভিডিওটি সবার ভালো লাগবে,” বলেন আসিফ আকবর।