প্রিন্সেস অ্যানের হাত থেকে সার্টিফিকেট নিয়েছি: পিয়া

By স্টার অনলাইন রির্পোট
12 March 2017, 07:52 AM
UPDATED 12 March 2017, 19:06 PM

যুক্তরাজ্যের প্রিন্সেস অ্যানের হাত থেকে এলএলবি ডিগ্রির সার্টিফিকেট নিয়েছেন র‌্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

সময়ের জনপ্রিয় এই মডেল লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে এলএলবি ডিগ্রি লাভ করেছেন। কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে তিনি এখন লন্ডনে অবস্থান করছেন।

ফেসবুকের মাধ্যমে দ্য ডেইলি স্টার অনলাইনকে পিয়া বলেন, “জীবনের খুব ভালোলাগা একটা ঘটনা এটি। অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য।”

“যুক্তরাজ্যের প্রিন্সেস অ্যানের হাত থেকে সার্টিফিকেট নিয়েছি। এর চেয়ে ভালোলাগা আর কী থাকতে পারে এক জীবনে।”

পিয়ার আজ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।