ছড়াটুন

সাদাত-এর আঁকায়
By জাহদি আকবর-এর ছড়ায়
6 September 2016, 07:49 AM
UPDATED 6 September 2016, 14:50 PM


নবগুরু

নব যুগে নব গুরু
নগর বাউল।
দকিে দকিে তারে নয়িে
কী হুলুস্থূল।
পাঞ্জাবি বুট সাথে
চরিচনো চুল।
নজিরে মাঝে গুরু
থাকে মশগুল।

Joya

জয়া তুমি কার?

এক সে ছলি রূপবতী
গুণরে নাই কো শষে।
এপার-ওপার দু’পারতেে
উড়ছে ময়েে বশে।

বনলতা মোনালসিা
মনেে যাবে হার।
বলি শষেে চুপি চুপি
জয়া তুমি কার?

Ayub Bachchu

বস

ছলেে বুড়ো সবে তাকে
ডাকে জানি বস।
সারাদশেে আছে মহা
খ্যাতি আর যশ।
গটিাররে কংি তনিি
জুড়ি মলো ভার।
ব্যান্ডরে ইতহিাসে
নাম রবে তাঁর।

MIla

পপে টপে

পপে মলিা টপে
তুলনা নাই।
নাচে গানে টানে
মঞ্চ কাঁপায়।
সুরে সুরে উড়ে উড়ে
কোমর নাচায়।
দকিে দকিে রটে গছেে
মলিা নাম তাই।

Mosharrof karim

আশি টাকা তোলা

বরশিাইল্যা পোলা
আশি টাকা তোলা।
ছোট-বড় সক্কলে
ভক্ত যে দলে দল।ে
কত শত পাঠ গায়
জানি তার শষে নাই।
বলি শষেে ক্যারে
চনিসি কি হ্যার?ে

Tisha

লক্ষ্মী ভাবি

কত রঙে কত ঢঙে
আসে সে যে র্পদায়।
সুখ-েদুঃখে বারোমাসই
বোকাবাকসো চমকায়।
লক্ষ্মী ভাবি তনিি
ফারুকী যে ভাই।
মলিমেশিে থাক তারা
এটা শুধু চাই।
অভনিয়ে সরো তশিা
এটা বলে যাই।

Tahsan

ক্র্যাশ খায়

তাহসান গাই গান
কোটরি কাছে ফ্যান তার।
ফসেবুক জুড়ে আছে
লাখে লাখে ফলোয়ার

একই অঙ্গে বহুরূপ
সে তো বলা যায়।
মডিয়িাতে কোনো কছিু
করা তার বাদ নাই।

ময়েরো তাকে দখেে
খুব বশেি ক্র্যাশ খায়।
অন্যরা সটো জনেে
জ্বলে মরে হংিসায়।

MIM

ওগো সুন্দরী

সুন্দরী মরি মরি
ডানাকাটা অপ্সরী।
চল না গো ডটে করি
একটু প্রমেে পড়ি
তুমি যে সুইটর্হাট
ওগো সুন্দরী।
কাছে এসে কনে
করো লুকোচুর?ি

Iresh Zaker

নামটা

নামটা যে তার ইরশে
শষেে আছে যাকরে।
একটা হলো নজিরে
অন্যটা যে বাপরে।

বাপ-েপুতে দুজনাতে
অভনিয়ে মুগ্ধ
দুজনারই দলিটা যে
একবোরে শুদ্ধ।

Mehjabin

জানাজানি

তা ধনি ধনি তা
নইে তো চন্তিা।
বন্দিাস রাত-দনি
ওহ্ মহেজাবনি।

চাল্লু আছে জানি
কত কানাকান।ি
ডুবে আছে প্রমেতেে
হয়নি জানাজান।ি