স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা

By স্টার অনলাইন রিপোর্ট
17 August 2017, 08:06 AM
UPDATED 17 August 2017, 14:08 PM

তরুণদের মধ্য থেকে সেরা হেয়ারস্টাইলিস্ট ও মডেল ফটোগ্রাফার খুঁজে নেওয়ার জন্যে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আজ (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং ও মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা।

প্রতিযোগিতার হেয়ারস্টাইলিং বিভাগে অংশ নিচ্ছেন ১২জন বিউটিশিয়ান, যারা ব্লগিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে প্রতিশ্রুতিশীল হিসেবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিযোগীদের মধ্যে ছয়জন অংশ নিবেন আজ এবং বাকি ছয়জন আগামীকাল। মডেলরা বিউটিশিয়ানদের নাম লটারির মাধ্যমে বেছে নিচ্ছেন।

প্রতিযোগিতায় বিউটিশিয়ানরা ছয়জন করে মোট ১২জন মডেলকে সাজাবেন। তাঁদের সাজ বিবেচনা করে বিচারকরা বিজয়ী হিসেবে বেছে নিবেন সেরা তিনজনকে।

এদিকে, সেই মডেলদের ছবি তুলবেন ১২জন ফটোগ্রাফার। সেই ছবি বিবেচনা করে বিচারকরা তিনজনকে সেরা মডেল ফটোগ্রাফার হিসেবে ঘোষণা দিবেন।

অনুষ্ঠানে কস্টিউম পার্টনার হিসেবে রয়েছে রঙ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার শোবিজ।