স্বাধীনতা নিয়ে ‘পরিবর্তন’ এর দশম পর্ব

By স্টার অনলাইন রিপোর্ট
19 March 2017, 12:59 PM
UPDATED 20 March 2017, 15:23 PM

স্বাধীনতার মাসকে মাথায় রেখে আজ রাতে বিটিভিতে প্রচারিত হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর দশম পর্ব।

এবারের ‘পরিবর্তন’-এ মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

এই পর্বে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্যভূমির পরিবেশনায় রয়েছে একটি গীতি নৃত্যালেখ্য।

এছাড়া তিনটি গান, একটি নৃত্য, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসঙ্গতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব।

আজকের পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খানকে গান গাইতে দেখা যাবে। তাঁর কণ্ঠে শোনা যাবে শ্রোতাপ্রিয় গান ‘পাগল মন’। অন্য দুটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও নাজু আকন্দ।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর।