হুমায়ূন স্মরণে শিল্পকলায় ‘নদ্দিউ নতিম’

By স্টার অনলাইন রিপোর্ট
19 July 2017, 06:56 AM
UPDATED 19 July 2017, 13:00 PM

১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী। তাঁকে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করতে ম্যাড থেটার নিবেদন করবে তাঁরই “কে কথা কয়” উপন্যাস অবলম্বনে রচিত নাটক “নদ্দিউ নতিম”।

আগামী ২১ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে, হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করবেন বিশিষ্ট নাট্যজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে রয়েছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ। সেট ও লাইট ডিজাইনে রয়েছেন ফয়েজ জহির, পোশাক নির্দেশনায় সোনিয়া হাসান, আবহসংগীতে আর্য মেঘদূত এবং আলোক নিয়ন্ত্রণে রয়েছেন গর্গ আমিন।