১০ বছরের প্রেমের পরিণতি হলো মিলার

By স্টার অনলাইন রিপোর্ট
13 May 2017, 05:23 AM
UPDATED 16 May 2017, 13:53 PM

দীর্ঘ ১০ বছরের প্রণয়ের পর বিয়ে করেছেন গায়িকা মিলা। গতকাল রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

বরের নাম পারভেজ সানজারি। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। এখন আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে।

বিয়ের আকদ-এর ঘরোয়া আনুষ্ঠানিকতা হয় তাদের ডিওএইচএস বারিধারার ফ্ল্যাটে। দুই পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তবে মিলা ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই জমকালো আয়োজনে হবে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা।

বিয়ে প্রসঙ্গে দ্য ডেইলি স্টার অনলাইনকে মিলা বলেন, “নতুন জীবনে পথ চলায় সবার কাছে দোয়া চাই। একটা নতুন অধ্যায়ে চলার সূচনা হলো। প্রায় ১০ বছর প্রেমের পরিণতি এ বিয়ে। পথচলাটা আরো দীর্ঘ হোক এই কামান করি।”

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বলেন, “পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হচ্ছে। এরপর হয়তো কোনো এক সময় মিডিয়ার সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে।”