২য় দিনে স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা

By স্টার অনলাইন রিপোর্ট
18 August 2017, 10:20 AM
UPDATED 19 August 2017, 17:10 PM

স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা আজ (১৮ আগস্ট) দ্বিতীয় ও শেষ দিন। বিউটিশিয়ান ও মডেল ফটোগ্রাফারদের একটি দল আজকের প্রতিযোগিতায় অংশ নিবেন।

তরুণদের মধ্য থেকে সেরা হেয়ারস্টাইলিস্ট ও মডেল ফটোগ্রাফার খুঁজে নেওয়ার জন্যে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল থেকে শুরু হয় দুদিনব্যাপী স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং ও মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিউটিশিয়ানরা ব্লগিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে প্রতিশ্রুতিশীল হিসেবে কাজ করে যাচ্ছেন। এ বিভাগে অংশগ্রহণকারীরা হলেন: বীথি আক্তার, ফারহা হোসেন রজনী, ফারিয়া প্রিয়াঙ্কা, লামিহা লিয়া, মৌমিতা ইরা, নিসা হাই, প্রিয়াঙ্কা সিদ্দিকী, সাবিহা রাকিব, সেগুফতা আজমী, সুলতানা খান বিন্দু, লিয়া নাজ আহমেদ, ঐশী করিম ও সানিয়া আহমেদ বৃষ্টি।

বিউটিশিয়ানরা যেসব তারকাদের সাজিয়েছেন তাঁরা হলেন: অভিনেত্রী ভাবনা, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, শাহতাজ, দোয়েল, মডেল হিরা, তাহমিনা ইসলাম মনি, কুমকুম, কণ্ঠশিল্পী সুমি, ঐশী, লিজা ও কর্নিয়া। বিউটিশিয়ানদের নাম তারকারা লটারির মাধ্যমে বেছে নেন।

বিউটিশিয়ানদের এ সাজ বিবেচনা করে বিচারকরা বিজয়ী হিসেবে বেছে নিবেন সেরা তিনজনকে। বিচারক হিসেবে রয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন এবং হেয়ারস্টাইলিং এক্সপার্ট কামরুল ইসলাম।

Tahmina Islam Moni
মডেল তাহমিনা ইসলাম মনি-র ছবি তুলছেন একজন প্রতিযোগী। ছবি: স্টার

এদিকে, সেই তারকাদের ছবি তুলবেন ১২জন ফটোগ্রাফার। তাঁরা হলেন মোহাম্মদ জুবাইর হোসেন, তৌহিদ বিন ফয়সাল, মোহাম্মদ ইশতিয়াক হোসেন নির্মল, হোসাইন মোহাম্মদ শাহীন, রহিম আফরোজ আলিফ, মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ তানভির বিন সাত্তার মজুমদার, নাফি নাঈম, আরাফাত সৈকত, মোহাম্মদ জাহিদ হোসেন, আলী আশযায়ী রুবাই এবং সাদমান সাদিক শান্ত।

তাঁদের তোলা ছবি বিবেচনা করে বিচারকরা তিনজনকে সেরা হিসেবে বেছে নেবেন। বিচারক হিসেবে রয়েছেন ডেভিড বারিকদার, প্রীত রেজা ও সাজ্জাদ ইবনে সাঈদ।

বিজয়ীদের নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে পাক্ষিক আনন্দধারা-র আসছে ঈদ সংখ্যায়।

স্ট্রিক্স নিবেদিত পাক্ষিক আনন্দধারা আয়োজিত এ অনুষ্ঠানে কস্টিউম পার্টনার হিসেবে রয়েছে রঙ বাংলাদেশ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি ও স্টার শোবিজ।

আরও পড়ুন: স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা