৩০ বছর পর চম্পা

By স্টার অনলাইন রিপোর্ট
17 September 2017, 09:06 AM
UPDATED 17 September 2017, 15:10 PM

বিএফডিসিতে চলছে অভিনেতা ও নির্মাতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের শুটিং। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা ও আরিফিন শুভ। ছবির সঙ্গে এবার যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। দীর্ঘ ৩০ বছর পর আবারও আলমগীরের পরিচালনায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে চম্পা বলেন, “বেশ অনেক বছর পর আলমগীর ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। প্রায় ৩০ বছর আগে ‘নিষ্পাপ’ সিনেমায় অভিনয় করেছিলাম। তার পরিচালনায় কাজ করার এক ধরনের আনন্দ রয়েছে। আশা করছি সব মিলিয়ে ‘একটি সিনেমার’ গল্প ভালো কিছু হবে।”