ডেইলি স্টার-সিএসআর উইন্ডোর ‘সিএসআর অ্যাওয়ার্ড ২০২২’

By স্টার অনলাইন রিপোর্ট
26 November 2022, 15:08 PM
UPDATED 26 November 2022, 21:32 PM

করপোরেট সামাজিক দায়বদ্ধতা সমুন্নত রাখার অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতি জানাতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হলো 'এ বেটার টুমোরো সিএসআর অ্যাওয়ার্ড ২০২২'।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর সেরা সামাজিকভাবে দায়বদ্ধতার উদ্যোগকে স্বীকৃতি জানাতে ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি করপোরেট প্রতিষ্ঠান এবার পুরস্কার পেয়েছে। শিক্ষায় সেরা সিএসআর পুরস্কার পেয়েছে বিকাশ। এ ছাড়া কমিউনিটি এনগেজমেন্টে কোকাকোলা বাংলাদেশ, পরিবেশে এইচএসবিসি, স্বাস্থ্যসেবায় লাফার্জ হোলসিম, অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ম্যারিকো, র‍্যাপিড রেসপন্সে এপিলিয়ন সেরা সিএসআর পুরস্কার পেয়েছে।

এ ছাড়া ইয়াং হিউম্যানিটেরিয়ান ক্যাটাগরিতে ৫ জন তরুণকে এ বছর স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা হলেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের মো. আদনান হোসেন; হিউম্যান এইড ফাউন্ডেশনের ডা. শেখ মোহাম্মদ মোমিনুল ইসলাম; ইকোভেশনের শানজিদিল ইসলাম সেবা অহনা; ব্লাডম্যানের মো. শাহরিয়ার হাসান জিসান এবং আলোকিত হৃদয় ফাউন্ডেশনের আজওয়া নাঈম।

সামাজিক দায়বদ্ধতায় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার জন্য দ্য ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো গত বছর এই পুরস্কার প্রবর্তন করে।

সে বছর প্রথম তিনটি ব্যাংক, তিনটি কোম্পানি এবং ৫ ব্যক্তিকে সিএসআর পুরস্কারে সম্মানিত করা হয়।