টেক্সওয়ার্ল্ড ইভালুয়েশন প্যারিসে ট্যাড গ্রুপসহ বাংলাদেশের ৯ প্রতিষ্ঠান

By স্টার অনলাইন রিপোর্ট
7 February 2023, 10:26 AM
UPDATED 7 February 2023, 19:26 PM

ট্যাড গ্রুপসহ বাংলাদেশের ৯টি গার্মেন্টস ও ফেব্রিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছেন টেক্সওয়ার্ল্ড ইভালুয়েশন প্যারিস ২০২৩ এ।

গতকাল সোমবার ফ্রান্সের প্যারিসে এই আয়োজনটি শুরু হয়েছে এবং চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

ফ্যাশন শিল্পের হাজারো প্রতিষ্ঠানকে এক ছাদের নিজে আনতে বছরে ২ বার এই আয়োজন করা হয়।

সারা বিশ্বের পোশাক ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সংযোগ তৈরি করে টেক্সওয়ার্ল্ড ইভালুয়েশন প্যারিস।