সহসাই কমছে না পোল্ট্রির দাম, অপেক্ষা করতে হবে আরও ৬-৭ মাস: কৃষিমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
16 March 2023, 08:22 AM
UPDATED 16 March 2023, 14:42 PM

বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় এখনই কমছে না পোল্ট্রি মুরগির দাম। এজন্য আরও ৬-৭ মাস অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার দুপুরে ৩ দিনব্যাপী '১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, 'আগামী রোজায় পোল্ট্রির দাম আর বাড়বে না, তবে যা দাম বৃদ্ধির সেটা ইতোমধ্যে বেড়ে গিয়েছে। এটা ভালো দিক না।'

দাম বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রী বলেন, 'দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণেই পোল্ট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ফলে বাজারে যোগানের ঘাটতি রয়েছে।'

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, 'নতুন খামারিরা আবার উৎপাদনে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ৬-৭ মাস সময় লেগে যাবে।'