সাইবার হামলার ঝুঁকি: বাংলাদেশ ব্যাংকের কিছু সেবা ৩৬ ঘণ্টা বন্ধ

By স্টার বিজনেস রিপোর্ট
14 August 2023, 16:30 PM
UPDATED 14 August 2023, 23:03 PM

সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে অবশ্য কোন কোন সেবা বন্ধ থাকবে বা রক্ষণাবেক্ষণ সম্পর্কিত আর কিছু জানানো হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, '১৫ আগস্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে সাইবার হামলা হতে পারে বলে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সতর্কবার্তার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকতে পারে।' 

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে গত ৩১ জুলাই একটি সতর্কবার্তা দেয় ইনসিডেন্ট রেসপন্স টিম।

গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের পরিবহন সেবায় ১ ঘণ্টা হামলার হুমকি দিয়েছিল এবং এসব সেবার ওয়েবসাইট প্রকৃতই হামলার শিকার হয়েছিল।

২৭ জুন আরেকটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের সরকারি কলেজের ওয়েবসাইট হ্যাক করে। ২৪ জুন হ্যাকার গ্রুপ বাংলাদেশের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে।

ঝুঁকি মোকাবিলায় সার্বক্ষণিক নেটওয়ার্কের ওপর নজরদারি, বিশেষ করে অফিস বন্ধ থাকার সময়টায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম। এছাড়া ব্যবহারকারীদের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং ডেটা অপসারণের যেকোনো ইঙ্গিতের দিকে নজর রাখার কথা বলা হয়েছে।