চাল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমাল এনবিআর

By স্টার অনলাইন বিজনেস
8 February 2024, 08:24 AM
UPDATED 8 February 2024, 15:59 PM

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে চাল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে ভোজ্য তেলের মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।

আজ রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে জানানো হয়, চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

পৃথক এক প্রজ্ঞাপনে ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর।

অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।

রাজস্ব কর্তৃপক্ষ রমজান মাসের আরেক পণ্য খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে।

এরই মধ্যে নতুন দর কার্যকর হয়েছে।