বেশি দামে ডলার বিক্রি: ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা

By স্টার বিজনেস রিপোর্ট
1 October 2023, 12:37 PM
UPDATED 1 October 2023, 19:06 PM

ডলারের দর কারচুপির অভিযোগে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের দর কারচুপির অভিযোগে সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ ইসলামী, মার্কেন্টাইল, মধুমতি, মিডল্যান্ড, ব্র্যাক, এক্সিম, প্রিমিয়ার, শাহজালাল ইসলামী ও ট্রাস্টের ট্রেজারি প্রধানদের এক লাখ টাকা করে জরিমানা করা হবে।

আজ রোববার নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মার্কিন ডলারের দর কারচুপি নিয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয়। এজন্য ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১০৯(৭) ধারা অনুযায়ী জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে বাংলাদেশ ব্যাংক জানতে চেয়েছিল, চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না।