আয়করমুক্ত থাকবে সর্বজনীন পেনশন স্কিম

By স্টার বিজনেস রিপোর্ট
15 October 2023, 11:36 AM
UPDATED 15 October 2023, 18:16 PM

সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাভোগীদের মাসিক কিস্তি ও স্কিম থেকে পাওয়া মুনাফার ওপর কোনো আয়কর দিতে হবে না।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সর্বজনীন পেনশন স্কিমে 'আয়করমুক্ত' সুবিধা দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

সরকার শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে বলেও জানিয়েছেন তারা।

দেশের নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার।

সর্বজনীন পেনশনে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চারটি স্কিম রাখা হয়েছে।