জুনের রপ্তানি তথ্য প্রকাশে দেরি হবে

By স্টার বিজনেস রিপোর্ট
16 July 2024, 10:34 AM

বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গরমিল সংশোধন করায় জুন মাসের রপ্তানি তথ্য প্রকাশে দেরি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইপিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'তথ্য সংশোধনের কাজ চলছে এবং ঠিক কবে নাগাদ রপ্তানির  তথ্য প্রকাশ করা যাবে তা বলা সম্ভব নয়।'

সাধারণত ইপিবি কোনো মাসের রপ্তানি তথ্য পরবর্তী মাসের দ্বিতীয় বা তৃতীয় দিনে প্রকাশ করে।

কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ের রপ্তানি আয় ইপিবির তথ্যের চেয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন প্রকাশ করে। পরে জুন মাসের রপ্তানি পরিসংখ্যান প্রকাশে বিলম্ব হচ্ছে।