১৩ বছর পর শুটিং করছেন আরিফিন শুভ ও বিন্দু

By স্টার অনলাইন রিপোর্ট
24 December 2022, 12:39 PM

১৩ বছর পর জুটি হয়ে কাজ করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দু। এই কাজের মাধ্যমে প্রায় ৮ বছর পর পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

'উনিশ ২০' শিরোনামের ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই ২ তারকা। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান।

গত ২১ ডিসেম্বর থেকে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে চরকি'র জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি।

এ বিষয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফিল গুড লাভ স্টোরি ও ফিল গুড রোমান্স জনরার হবে সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে।'

তিনি আরও বলেন, 'যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত এসেছে, তারা নিজেকে সম্পৃক্ত করতে পারবেন এই গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন মুহূর্ত আসেনি, তারাও চাইবেন এমনসব মুহূর্ত তার জীবনেও আসুক।'