‘পরি’ আমার অভিনীত প্রথম ওয়েবফিল্ম: পূজা চেরি

By স্টার অনলাইন রিপোর্ট
9 March 2023, 05:01 AM
UPDATED 9 March 2023, 11:16 AM

গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ওয়েবফিল্ম 'পরি'। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই ওয়েবফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

রায়হান খানের চিত্রনাট্যে এই ওয়েবফিল্মে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জোভান, মুসাফির বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

পূজা চেরি বলেন, 'এটা আমার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। মুক্তি পাওয়ার পর থেকেই অনেক দর্শক তাদের ভালোমন্দ মতামত জানাচ্ছে। "পরি" আমার খুব পছন্দের কাজের একটি। আশা করছি যারা দেখবেন তাদের সবারই  ভালো লাগবে।'

pori._23.jpg
পরি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজের গল্পে দেখা যায় পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। সে নিজ দেশে ফিরে আসতে চায়। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা। পর্দার এই নামী অভিনেতা সত্যিই বাস্তব জীবনের নায়ক হতে পারবে কি না--এ নিয়েই ওয়েব সিনেমার গল্প তৈরি হয়েছে।  

পরি ওয়েব সিনেমার ট্রেইলার