রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
19 March 2023, 12:33 PM
UPDATED 19 March 2023, 18:51 PM

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোচিত ৩ সিনেমা। এরমধ্যে ২টি সিনেমা 'হাওয়া' ও 'দামাল' এ আছেন সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজ।

চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী রাজের এ ২টি সিনেমা ও আগামীতে মুক্তির অপেক্ষায় থাকা 'রক্তজবা' সিনেমার পোস্টার একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি।

রাজ-পরী পোস্টারগুলোর সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি। ছবিটি শেয়ার করে পরীমনি শুভকামনা জানিয়েছেন স্বামী রাজকে।

পরে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেদিন অনুষ্ঠানে গিয়ে আসলে অনেক ভালো লেগেছিল। আমার স্বামী রাজের ৩টি সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল সেটা বোঝাতে পারব না। আনন্দে চোখে পানি চলে এসেছিল। সত্যি দারুণ মুহূর্ত ছিল।'