বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সূফী রাবত’, কাওয়ালি গাইবেন নাদীম কাওয়াল

By স্টার অনলাইন ডেস্ক
6 March 2024, 11:40 AM

আগামী ৯ মার্চ 'সূফী রাবত' শীর্ষক এক আয়োজনে কাওয়ালি গাইবেন মোহাম্মদ নাদীম এহতেশাম রেজা খাঁ। তিনি শ্রোতাদের কাছে নাদীম কাওয়াল নামে পরিচিতি।

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যায় গাইবেন তিনি। 'সূফী রাবত' আয়োজন করছেন মীর হুযাইফা আল-মামদূহ ও সাইয়েদ শাহবাজী।

আয়োজকরা জানান, এই অঞ্চলের সূফীদের ধারা, সংস্কৃতি, তাদের উন্মেষ, ঢাকার সূফীজম এবং লালনের সাথে ইবনে আরাবির যোগ নিয়ে দিনব্যাপী একাডেমিক আলাপ হবে সেদিন।

মীর হুযাইফা আল মামদূহ বলেন, 'সন্ধ্যায় কাওয়ালীর আয়োজন থাকবে। কাওয়ালী গাইবেন পুরান ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা। ঢাকা শহরে চার পুরুষ ধরে কাওয়ালী করছেন তিনি।'