নায়ক শাকিব ও ক্রিকেটার সাকিব একসঙ্গে যে কারণে

By স্টার অনলাইন রিপোর্ট
9 March 2024, 11:14 AM
UPDATED 9 March 2024, 17:22 PM

সিনেমার নায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান একসঙ্গে হয়েছেন। পেশাগত কাজে দুজনই ব্যস্ত থাকেন। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সচরাচর দেখা-সাক্ষাৎ হয় না। আজ শুধু দেখাই করেননি, একসঙ্গে কাজ করার বিষয়ে চুক্তিবদ্ধও হয়েছেন তারা।

রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আগেই যুক্ত হয়েছেন শাকিব খান। এই প্রতিষ্ঠানটিতেই শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে শাকিব-সাকিব চুক্তি সই করেছেন।

শাকিব খান বলেন, 'সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামেই ডাকা হোক, উই আর ব্রাদারস। আজকে একজন অলরাউন্ডার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন। তিনি আমাদের বিশ্বসেরা সাকিব আল হাসান। শুধু যুক্তই হননি, উচ্ছ্বসিত হয়েছেন তিনি। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।'