ফিলিস্তিনের সমর্থনে অস্কারে তারকাদের লাল পিন

By স্টার অনলাইন ডেস্ক
11 March 2024, 06:29 AM
UPDATED 12 March 2024, 00:38 AM

ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অস্কারে লাল পিন পরে হাজির হয়েছেন কয়েকজন তারকা।

রোববার রাতে ৯৬তম একাডেমি পুরস্কারে গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী বিলি আইলিশ, অস্কার মনোনীত মার্ক রাফালোসহ বেশ কয়েকজন তারকা 'আর্টিস্ট ফর সিজফায়ার' এর প্রতিনিধিত্ব করে লাল পিন পরেছিলেন।

লাল পিনটিতে দেখা যায়, এর ভেতরে একটি কমলা রঙের হাত রয়েছে যার মধ্যে একটি কালো হার্ট সাইন আঁকা।

জানা গেছে, পিনটি দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মিলিত সমর্থনের প্রতীক। একইসঙ্গে সমস্ত জিম্মিদের মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পক্ষে বার্তা দেয়।

অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, অভিনেতা টনি শালহাউব ও ইবন মস-বাচরাচ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে এই পিন পরে এসেছিলেন।