‘জন্মদিনের পোশাকে’ অস্কারের মঞ্চে জন সিনা

By স্টার অনলাইন ডেস্ক
11 March 2024, 07:12 AM
UPDATED 11 March 2024, 15:29 PM

রোববারের অস্কারের মঞ্চে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছেন জন সিনা। তার এমন কাণ্ডের জন্য সব ছাপিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

সিএনএন জানায়, সেরা কস্টিউম ডিজাইন পুরস্কার উপস্থাপনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে মঞ্চে হাজির হন ৪৬ বছর বয়সী এই রেসলার ও অভিনেতা।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কারের মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। হাতে থাকা খাম, যাতে কস্টিউম ডিজাইন বিভাগে মনোনীত ও জয়ীর নাম লেখা ছিল সেটি দিয়েই যৌনাঙ্গ ঢেকে রাখেন তিনি।

জন সিনাকে দেখে মজা করে জিমি কিমেল বলেন, এভাবে ঘুরে বেড়াতে সিনার স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত কারণ সে তো নগ্ন হয়ে কুস্তি করে।

উত্তরে সিনা বলেন, 'আমি নগ্ন হয়ে কুস্তি করি না, আমি জর্টস পরে কুস্তি করি।'

জন সিনাকে দেখেই মিলনায়তনে উপস্থিত দর্শকের মধ্যে শোরগোল পড়ে যায়। তিনি রসিকতা করে বলেন, 'পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে।'

তাকে পুরস্কারটি উপস্থাপন করতে সাহায্য করেন কিমেল। পরে মনোনীতদের নাম পড়তে পড়তে আলো নিভে আসতেই কয়েকজন সহকারী জন সিনার জন্য একটি চমৎকার গাউন নিয়ে আসেন।