বিচারকের আসনে পূর্ণিমা

By স্টার অনলাইন রিপোর্ট
26 April 2025, 14:31 PM
UPDATED 26 April 2025, 20:49 PM

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে নতুন কোনো চলচ্চিত্রে অনেকদিন দেখা যায়নি। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমার শুটিং আটকে আছে।

নতুন কোনো সিনেমায় না থাকলেও রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'সেরা রাঁধুনী'র বিচারক হয়ে পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে।

পূর্ণিমা বলেন, 'এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্নার অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।'

বর্তমানে পূর্ণিমাকে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন।