দেশের ওটিটিতে আসছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘গুলমোহর’

By স্টার অনলাইন রিপোর্ট
6 May 2025, 08:15 AM
UPDATED 6 May 2025, 15:01 PM

বাংলাদেশের 'গুলমোহর' ওয়েব সিরিজে অভিনয় করেছেন ভারতের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশি সিরিজে দেখতে পাবেন তাকে।

চরকি অরিজিনাল 'গুলমোহর' নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। এতে আরও অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, 'এটি একটি পরিবারের গল্প। এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।'

kaYIixQ15WQT_neWh2SYEqXogeZfCQrEuXeDR7Lwnbc.jpg

চরকিতে নির্মাতা শাওকীর প্রথম নির্মাণ 'গুলমোহর' মুক্তি পাবে ১৪ মে মধ্যরাতে। এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন শাওকী।

সিরিজটির পোস্টার ক্যাপশন রহস্য বাড়িয়ে দিয়েছে। সেখানে লেখা হয়েছে, 'ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!' এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়? নির্মাতা আগেই জানিয়েছেন এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই রহস্য আর নাটকীয়তার আনাগোনা?