৫ মাস পর প্রেক্ষাগৃহে জয়া আহসানের নতুন সিনেমা

By স্টার অনলাইন রিপোর্ট
16 May 2025, 05:55 AM

অবশেষে মুক্তি পাচ্ছে 'জয়া আর শারমিন'। করোনাভাইরাস মহামারির তাণ্ডবের সময়ে নির্মিত এই চলচ্চিত্র আজ থেকে দেশের সিনেমা হলগুলোতে দেখা যাবে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বরে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা 'নকশী কাঁথার জমিন'। তার প্রায় ৫ মাস পর প্রেক্ষাগৃহে আসছে জয়া অভিনীত সিনেমা 'জয়া আর শারমিন'। 

jpOf3nJhyKpJZLdESzwCliMMNu_FMqqk8EpeOm_eN3g.jpg
জয়া আহসান। ছবি: সংগৃহীত

করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

জয়া আহসানের পাশাপাশি সিনেমার অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। সিনেমাটির গল্পে দেখা যাবে মূল চরিত্রদের একজন অভিনেত্রী, অপরজন গৃহকর্মী।

করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এই ছবির অনেকটা অংশ জুড়ে আছে তাদের রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

জয়া আহসান বলেন, 'ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি। যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন। তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি।'

joya_1.jpg
ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও বলেন, 'করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও "জয়া আর শারমিন" সিনেমার শুটিং করার সিদ্ধান্ত নিলাম আমরা ।'

'শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি', যোগ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।