পাইরেসির কবলে তাণ্ডব, তারপরও ৬ কোটির ক্লাবে

By স্টার অনলাইন রিপোর্ট
15 June 2025, 14:52 PM

শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ঈদের সিনেমা 'তাণ্ডব'। মুক্তির পর একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে সিনেমাটি। 

প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্সে থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তাণ্ডবের মোট ৯২টি শো চলেছে।

এরমধ্যে ৭১টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল, আর ৪টি ছিল অলমোস্ট ফুল। শুধু স্টার সিনেপ্লেক্সেই ছিল ৫২টি শো, যার ৪৯টিই হাউজফুল। লায়ন সিনেমাসে ১৩টির মধ্যে পাঁচটি হাউজফুল, দুটি অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে তিনটি, মম ইনে তিনটি হাউজফুল এবং আরও একটি অলমোস্ট ফুল। মণিহার সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে দুটি হাউজফুল, মধুবন সিনেপ্লেক্সে তিনটি হাউজফুল, একটি অলমোস্ট ফুল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ছিল দুটি হাউজফুল শো। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও পাঁচটির মধ্যে চারটি শো হাউজফুল গেছে বলে তথ্য পাওয়া গেছে।

একদিনে সর্বোচ্চ সেলের তথ্য জানিয়ে ফেসবুকে নির্মাতা রায়হান রাফী বলেন, 'তাণ্ডব থামবার নয়। অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন।'

পাইরেসির কবলে পড়েছে 'তাণ্ডব' সিনেমাটি । তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৫.৭৬ কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আজই সিনেমাটি পা রাখতে যাচ্ছে ৬ কোটির ক্লাবে। সিনেমাটির দর্শক চাহিদার কারণে অনেকে টিকিট পাচ্ছেন না মাল্টিপ্লেক্সগুলোতে।