‘ওয়েস্টার্ন পোশাকের সমালোচনাকারীদের চিন্তার সীমাবদ্ধতা আছে’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
17 December 2025, 16:12 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী রুনা খান। ২০২৫ সালে তার অভিনীত একটি ওয়েব ফিল্ম ও দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি সিনেমা।

একটি টেলিফিল্মের শ্যুটিং শেষ করেছেন, মাসের শেষ সপ্তাহে শুরু করবেন নতুন একটি শর্টফিল্মের। এসব কিছু নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রুনা খান।

জানতে চেয়েছিলাম, ওটিটিতে প্রচারিত তিনটি কাজের মধ্যে কোনটি তার বেশি পছন্দের?

রুনা উত্তর দেন, 'তিনটি কাজই পছন্দ হয়েছে বলেই করেছি। তারপরও বলতে চাই, 'বোহেমিয়ান ঘোড়া' ওয়েব সিরিজের 'আম্বিয়া' চরিত্রটি খুব পছন্দের। এই কাজটি ভালো লেগেছে। 'নীলপদ্ম' ওয়েব ফিল্মের 'নীলা' চরিত্রটিও অনেক পছন্দের। 'পাপ কাহিনী'ও ভিন্ন রকম গল্পের কাজ।'

'নীলপদ্ম' ওয়েব ফিল্মের 'নীলা' চরিত্র সম্পর্কে রুনা বলেন, 'নীলপদ্ম' ওয়েব ফিল্মে নাম ভূমিকায় দর্শকরা আমাকে দেখেছেন। অনেক প্রশংসা পেয়েছি প্রচার হওয়ার পর। নারীকেন্দ্রিক গল্প এটি। অন্ধকার জীবনের গল্প। একজন যৌন কর্মীর চরিত্রে কাজ করেছি।'

যৌন কর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?

এই প্রশ্নের জবাবে রুনা খান বলেন, 'অনেক রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। দৌলতদিয়ায় শ্যুটিং করতে গিয়ে দেখেছি কোনো মেয়েকে তার স্বামী বিক্রি করে দিয়েছেন। কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিক্রি করে দিয়েছেন। কোনো মেয়েকে অভাবের কারণে তার পরিবার বিক্রি করে দিয়েছে। এইসব দেখে ভেবেছি, আহারে জীবন! ঘটনাগুলো মানুষ হিসেবে আমাকে খুব নাড়া দিয়েছে।'

আপনার ক্যারিয়ারে জীবনমুখী চরিত্রই বেশি দেখা যায়— এ প্রশ্ন করতেই তিনি বলেন, 'আসলে আমার সিনেমাগুলোতে জীবনমুখী চরিত্রই বেশি পেয়েছি। যেখানে অভিনয়ের সুযোগ ছিল, মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। অবহেলিত ও বঞ্চিত মানুষের চরিত্রে বেশি কাজ করেছি।'

রুনা খান আরও বলেন, 'মানুষ ভালো গল্প পছন্দ করে। ভালো চরিত্রের কথা মনে রাখেন। 'বোহেমিয়ান ঘোড়া' সিরিজের গল্প খুব ভালো ছিল। 'আম্বিয়া' চরিত্রের জন্য অনেক প্রশংসা পেয়েছি।

তার অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মাসুদ পথিকের 'বক', কৌশিক শংকর দাসের 'দাফন', ও জাহিদ হোসেনের 'লীলামন্থন'।

নারী শিল্পীদের নানা সময়ে সমালোচনার শিকার হতে হয় ফেসবুকে। এ সম্পর্কে রুনা খান বলেন, 'কোনো কাজের গঠনমূলক সমালোচনা হলে তা সুন্দর। আমি অভিনয় করি, মডেলিং করি। কাজের সমালোচনা এবং ব্যক্তিগত সমালোচনা আলাদা। অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করি। মডেল হিসেবে বিভিন্ন লুক-এ আমাকে দেখা যায়।'

তিনি আরও বলেন, 'ওয়েস্টার্ন পোশাক পরলে যারা সমালোচনা করে, তাদের চিন্তার সীমাবদ্ধতা আছে।'

২০২৫ সালটি কেমন কাটলো জানতে চাইলে অভিনেত্রী বলেন, 'কাজ কম হয়েছে। আমি কাজ কম করি আসলে। কেউ কেউ অনেক কাজ করেন। নাটক, সিনেমা ও ওটিটি— তিন মাধ্যমেই কাজ কম হয়েছে এই বছরে।'