প্রথমবারের মতো ইমরানের সুর-সংগীতে হাবিবের গান

By স্টার অনলাইন রিপোর্ট
28 October 2022, 05:33 AM

প্রথমবারের মতো ইমরানের করা সুর ও সংগীতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম 'বোকামন'। লিখেছেন রজত।

গানটি বড় আয়োজনে মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে বলে জানিয়েছেন ইমরান।

ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানটা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা হচ্ছিল। গানটা ওস্তাদকে পাঠানোর পর প্রথম সুরটাই পছন্দ করেছেন। গাইতে রাজী হয়েছেন এটা আমার জন্য অনেক ভালোলাগার, আনন্দের। গানের সুর ও সংগীতের পাশাপাশি আমাকে মিক্স করতে দিতে রাজী হয়েছেন। এটাও অনেক বড় প্রাপ্তি আমার জন্য। যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি সেই মানুষটির জন্য গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সফলতা মনে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো। ২০১০ সালের দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে বসের জিংগেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে। আজ ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত। তাই ভাষা হারিয়ে ফেলছি।'