চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র তাপস বাপী

By স্টার অনলাইন রিপোর্ট
25 June 2023, 07:00 AM
UPDATED 25 June 2023, 13:13 PM

'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের অন্যতম সদস্য তাপস বাপী দাস মারা গেছেন। ফুসফুসের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

'পৃথিবীটা নাকি', 'আমার প্রিয়া ক্যাফে', 'তোমায় দিলাম', 'মানুষ চেনা দায়', 'তাকে যত তাড়াই দূরে', 'হায় ভালোবাসি', 'ঘরে ফেরার গানে'র মতো বহু কালজয়ী গান দিয়ে সত্তরের দশকে বাংলা গানের জগতে বিপ্লব ঘটিয়েছিল মহীনের ঘোড়াগুলি। দুই বাংলার শ্রোতাদের কাছে সমানভাবে চিরস্মরণীয় এই ব্যান্ড।