শুক্রবার আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট

By স্টার অনলাইন ডেস্ক
19 October 2023, 09:59 AM
UPDATED 19 October 2023, 19:04 PM

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে আগামীকাল শুক্রবার রাজধানীতে আয়োজিত হচ্ছে 'চলো বাংলাদেশ' কনসার্ট।

ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টে গান পরিবেশন করবে ব্যান্ডদল আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ এবং পান্থ কানাই, হাসান, হাবিব ওয়াহিদ, প্রীতম হাসানসহ আরও অনেকে।

দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের নিয়ে এটি আয়োজন করছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

কনসার্টে গান শুনতে যাওয়া যাবে বিনামূল্যে; তবে এজন্য নিবন্ধন করতে হবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। এ অ্যাপের টিকেট পোর্টালটি প্রতিদিন রাত ১২টায় চালু হবে এবং বৃহস্পতিবার পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ নিবন্ধন করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কনসার্টের আয়োজন হচ্ছে ইনডোরে। ‌'চলো বাংলাদেশ কনসার্ট' দিয়ে অনেক দিন পর এবার আউটডোরের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন শ্রোতা-দর্শক। তাই কনসার্টপ্রেমীদের মধ্যে বেশ উন্মাদনাও বিরাজ করছে।

জানা গেছে, দর্শকের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। গেট বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।