চাঁদে নাসার অভিযান, প্লেলিস্টে বিটিএসের ৩ গান

By স্টার অনলাইন ডেস্ক
3 January 2024, 08:53 AM
UPDATED 8 January 2024, 04:01 AM

অ্যাপোলো ১১ এর ৫০তম বার্ষিকী উদযাপনের মধ্যেই চাঁদে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসা। চলতি বছরে এই ভ্রমণের জন্য তারা 'মুন টিউনস' শিরোনামের একটি বিশেষ প্লেলিস্ট তৈরি করেছে। ওই প্লেলিস্টে জায়গা পেয়েছে বিটিএসের ৩টি গান।

সামরিক প্রশিক্ষণের জন্য গত বছর থেকে বিরতিতে আছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যরা। বিটিএসের সাত সদস্যের মধ্যে আরএম, জিমিন, ভি এবং জাংকুক গত মাসে সামরিক বাহিনীর প্রশিক্ষণ শুরু করেন।

তবে দীর্ঘ বিরতিতে থেকেও ইতিহাস গড়ে চলেছে বিটিএস।

নাসার প্লেলিস্টে থাকা ৩টি গানের মধ্যে একটি আরএমের (কিম নাম-জুন) একক গান 'মুনচাইল্ড'। এছাড়া রয়েছে স্পেস-থিমের আরও দুই গান—'মাইক্রো কসমস' ও '১৩৪৩৪০'।

আরএম একমাত্র কে-পপ শিল্পী যারা একক গান মহাকাশ ভ্রমণের প্লেলিস্টে রয়েছে।