দিন: দ্য ডে’র ইরানি পরিচালকের মামলার বিষয়ে জানি না: অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
18 August 2022, 11:32 AM
UPDATED 18 August 2022, 17:38 PM

১০০ কোটি বাজেটের 'দিন: দ্য ডে' সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম সিনেমাটির নায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানা গেছে। 

তবে মামলার বিষয়ে এখনো কিছু জানেন না বলে অনন্ত জলিল আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

মুর্তজা অতাশ গতকাল তার ইনস্টাগ্রাম পোস্টে 'দিন: দ্য সিনেমা' নিয়ে লিখেছেন, 'এই সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ছিল, তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল। এই সিনেমায় অর্ধেক প্রোডাকশন নষ্ট করে নিজের মতো করে সিনেমাটা মুক্তি দিয়েছেন, যেখানে আমি নিজেও সিনেমার সহ-প্রযোজক ছিলাম। সিনেমা মুক্তির আগে যোগাযোগও করেননি।'

'তাই এখন এটা নিয়ে মামলা করার চিন্তা করছি,' লিখেছেন মুর্তজা অতাশ।

এ বিষয়ে অনন্ত জলিল আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি বাংলাদেশের শুটিংয়ের বিষয়ে। গত ৪ বছর ধরে বলে আসছি যে তাদের ওখানে শুটিং তাদের খরচে হয়েছে। আর আমার এখানে আমি খরচ করেছি।'

তিনি বলেন, 'তারা যে চুক্তি লঙ্ঘনের কথা বলছে তারা সেটা দেখাক। বাংলাদেশে শুটিংয়ের সময় তাদের ১৯ জন এখানে উপস্থিত ছিলেন। তারা ছাড়া কীভাবে আমি সবকিছু করলাম।'

'মামলার বিষয়ে আমি কিছুই জানি না,' যোগ করেন অনন্ত জলিল।