বিএমডব্লিউ গাড়ির সঙ্গে কেন অনন্ত জলিল

By স্টার অনলাইন রিপোর্ট
27 March 2023, 14:17 PM
UPDATED 27 March 2023, 23:42 PM

নায়ক অনন্ত জলিল আজ সোমবার সারাদিন বিএফডিসিতে শুটিং করছেন। তবে সিনেমার জন্য নয়, একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন তিনি। 

সেখানে তাকে একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে দেখা গেছে। হাসান মোর্শেদ পরিচালিত এই বিজ্ঞাপনে নতুন লুকে দেখা যাবে তাকে।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি অন্য ধরনের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছি। আজ সারাদিন রাত এখানে শুটিং হচ্ছে। একেবারে ভিন্ন লুকে দেখা যাবে আমাকে। এই লুকে দর্শক আমাকে দেখে চমকে যাবে। কিছুদিনের মধ্যে এটি প্রচারিত হবে।'

নতুন বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি সামনের ঈদে 'কিল হিম' সিনেমা মুক্তি পাবে। এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে আছেন বর্ষা।