পরিবারসহ ঢাকায় এসে নিজের সিনেমা দেখলেন ইধিকা

By স্টার অনলাইন রিপোর্ট
24 July 2023, 13:36 PM
UPDATED 24 July 2023, 22:56 PM

নিজের অভিনীত বাংলাদেশের সিনেমা গোপনে দেখে গেলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। 

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের ব্লকবাস্টার 'প্রিয়তমা' সিনেমার নায়িকা তিনি। 

মা ও বোনকে নিয়ে ইধিকা ঢাকায় এসেছিলেন সিনেমাটি দেখার জন্য। 

গতকাল রোববার রাতে স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন কলকাতার এই নায়িকা।  

পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে সিনেমাটি দেখার বিষয়ে আগ্রহী ছিলেন। যেহেতু কলকাতায় সিনেমাটি মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সে কারণে তার পরিবারের কয়েকজনকে নিয়ে সিনেমাটি দেখে আবার কলকাতায় চলে গেছেন ইধিকা।'

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজিত সিনেমাটি ৩ সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। চতুর্থ সপ্তাহেও দেশের ৬৩টি হলে চলছে সিনেমাটি।

যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব, ইধিকা ছাড়াও এতে আরও অভিনয় শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।