আমার হাতে সিনেমা নেই, এটা ঠিক না: জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2023, 12:22 PM
UPDATED 24 August 2023, 18:32 PM

চিত্রনায়ক জায়েদ খান সিনেমার চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় বেশি থাকেন। প্রায় ১ সপ্তাহ দুবাই সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে কয়েকজন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেন, 'আপনার হাতে সিনেমা নেই। তারপরও কীভাবে এত আলোচনায় থাকেন?'

জবাবে জায়েদ খান বলেন, 'আমার সিনেমা নেই, এই কথা কে বলেছে আপনাকে? "সোনার চর" সিনেমাটি কি আপনি করেছেন? হ্যাঁ, এটা ঠিক অনেক দিন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না।'

তিনি জানান, ইতোমধ্যে তিনি 'বাহাদুরী' সিনেমার কাজ শেষ করেছেন। 'সোনার চর' সিনেমার ডাবিং শেষ করেছেন। সামনেই মুক্তি পাচ্ছে সিনেমাগুলো।

এ সময় জায়েদ খান আরও বলেন, 'সোনার চর সিনেমা মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।'