প্রধানমন্ত্রীর সামনে নাচবো, এটা বড় প্রাপ্তি: জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2023, 12:04 PM
UPDATED 12 November 2023, 20:48 PM

আগামী ১৪ নভেম্বর এক আয়োজনের মাধ্যমে ২০২২ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান।

দ্য ডেইলি স্টারকে জায়েদ খান বলেন, 'অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে নাচবো, এটাকে বড় প্রাপ্তি মনে করছি। সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার।'

আয়োজনে 'ওরা ১১ জন' খ্যাত অভিনেতা খসরু ও  রোজিনাকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

তাদের সম্মানার্থে খসরু অভিনীত সিনেমার গান 'ওরে ও প্রাণের রাজা' এবং রোজিনা অভিনীত 'অবিচার' সিনেমার 'ছেড়ো না ছেড়ো না হাত' গান দুটির সঙ্গে নাচবেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, 'খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের অভিনীত বিখ্যাত দুই গানে নাচ করবো। আমার সঙ্গে এই নাচের সঙ্গী হবেন চিত্রনায়িকা আঁচল।'