ঘোর লাগা ‘পিনিক’ কাহিনীতে আদর-বুবলি

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2024, 11:12 AM

ঈদের সিনেমার খবর দিলেন নায়ক আদর আজাদ। আসছে ঈদুল ফিতরে শাকিব খান ও আফরান নিশোর নতুন সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছে 'পিনিক'।

সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। ইতোমধ্যে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

সিনেমাটির বিষয়ে আদর আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমার শুটিং চলছে। দারুণ এক ঘোরের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। এ কারণেই সিনেমার নাম দেওয়া হয়েছে "পিনিক"।'

তিনি বলেন, 'কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হচ্ছে, সেখানকার দৃশ্যগুলো আগে কেউ দেখেনি। এ কারণে এসব জায়গা শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে।'

সিনেমা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, সিনেমায় শবনম বুবলী ও আদর আজাদ জুটি হয়ে অভিনয় করছেন।

এর আগে এই জুটি 'তালাশ' ও 'লোকাল' সিনেমায় অভিনয় করেছেন। 'পিনিক' এই জুটির তৃতীয় সিনেমা।

এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান।