বাংলাদেশে আসছে নতুন সুপারম্যান

By স্টার অনলাইন রিপোর্ট
9 July 2025, 09:58 AM
UPDATED 13 July 2025, 01:15 AM

ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই পর্দায় আসছে নতুন 'সুপারম্যান'। আন্তর্জাতিক মুক্তির দিন সিনেমাটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।

আজ বুধবার স্টার সিনেপ্লেক্স সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি।

১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের প্রথম ইস্যুর রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাব হয়। এরপর কেবল কমিকস পড়ুয়াদের মনেই জায়গা করে নেয়নি, বরং সুপারহিরো নামের ভিন্ন এক ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সুপারম্যান টিকে আছে আশা, সততা এবং শক্তির প্রতীক হিসেবে।

জেমস গান পরিচালিত 'সুপারম্যান' হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন তারা।