টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রীরা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
19 May 2025, 10:44 AM
UPDATED 19 May 2025, 17:05 PM

প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে একাধিক নাটক। সেগুলোর কোনোটা এক ঘণ্টার, কোনোটি টেলিফিল্ম বা কোনোটি ধারাবাহিক। এখন অবশ্য ইউটিউবেও নাটক প্রচার হচ্ছে এবং দর্শকরা এই মাধ্যমেও বেশ সরব। টিভি নাটকে গত কয়েকবছর এসেছেন অনেকগুলো নতুন মুখ। তারা এখন অনেক ব্যস্ত এবং জনপ্রিয়।

জানা যাক টিভি নাটকের এই সময়ের ব্যস্ত নায়িকাদের কথা।

shaheens_and_bangladesh_a.jpg
তানজিম সাইয়ারা তটিনী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

এই সময়ের টিভি নাটকের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দিনকে দিন দর্শক চাহিদা বেড়েই চলেছে এই প্রজন্মের এই অভিনয়শিল্পীর। বছরজুড়ে শুটিং ব্যস্ততায় কাটছে তার দিন। বিশেষ করে ঈদের সময়ে কিংবা ভালোবাসা দিবসে তটিনী অভিনীত অনেক নাটক প্রচার হয়েছে। ইয়াশ রোহানের সঙ্গে জুটি হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ইয়াশ ছাড়াও চলতি সময়ের অন্য জনপ্রিয়দের বিপরীতেও অভিনয় করছেন তিনি।

তটিনী বলেন, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তাদের অনুপ্রেরণা আমাকে সবসময়ই ভালো কাজ করতে উৎসাহ জোগায়।

fire_50.jpg
ছবি: সংগৃহীত

কেয়া পায়েল ছোটপর্দার নতুন প্রজন্মের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন নাটক ও মডেলিংয়ে। দুই মাধ্যমেই পেয়েছেন পরিচিতি। কয়েকবছরের ক্যারিয়ারে এই নায়িকা অনেকগুলো নাটক করেছেন। বর্তমানে ঈদুল আজহার জন্য নির্মিতব্য নাটকে অভিনয় করছেন।

কেয়া পায়েল বলেন, অভিনয় আমার ভালোবাসা। অভিনয় নিয়ে অনেক স্বপ্ন আমার। প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত করতে। সেভাবেই এগিয়ে যাচ্ছি।

eid_anondomela_9_1.jpg
ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

ছোটপর্দার আরেকজন জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। তিনিও মেধা ও শ্রম দিয়ে ভালো একটি অবস্থান গড়ে তুলেছেন। গত কয়েক বছরে তার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে। বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। আসছে ঈদুল আজহায় তার অভিনীত নতুন সিনেমা 'উৎসব' মুক্তি পেতে যাচ্ছে। তবে দর্শকদের কাছে তার বেশি পরিচিতি এসেছে নাটক দিয়েই।

NntJi5wdP8Vr-x6NF_owgPpJcP8RkxJZl8kE4QKIRfc.jpg
ছবি: সংগৃহীত

মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী একটি মাত্র নাটক দিয়েই বাজিমাত করেছেন। নাটকটির নাম 'তোমাদের গল্প'। খুব বেশিদিন হয়নি তিনি শোবিজে নাম লিখিয়েছেন। এখন স্বপ্ন দেখছেন শোবিজ নিয়ে। সম্প্রতি নতুন করে আরও একটি নাটকে অভিনয় করছেন। সেই নাটকের নাম ক্ষতিপূরণ, যা সামনেই প্রচার হবে।

মালাইকা চৌধুরী বলেন, ভালো কাজ করতে চাই। দর্শকরা মনে রাখবেন তেমন কাজ করতে চাই।

Fb_t_lCK4fNnhx1j5gSrgXEU5bxrLnY-tjZEsKWV57I.jpg
ছবি: সংগৃহীত

নাজনীন নাহার নীহা টিভি নাটকে পরিচিতি পেয়েছেন ভালো কিছু কাজ দিয়ে। বিশেষ করে অভিনেতা অপূর্বর বিপরীতে 'মন দুয়ারি' নাটক করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন। ইয়াশ রোহানের সঙ্গে করেছেন 'অবুঝ প্রেম' কিংবা তৌসিফের বিপরীতে 'লাভ রেইন' নাটকও প্রশংসা দিয়েছে তাকে। দিনকে দিন তার দর্শকপ্রিয়তা বাড়ছে।

Apu Biswas
তানিয়া বৃষ্টি। ছবি: স্টার

তানিয়া বৃষ্টি টিভি নাটকের এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় একজন। বেশ কয়েকবছর ধরেই তিনি অভিনয় করছেন। প্রচুর নাটক করেছেন। বিশেষ করে মোশাররফ করিমের বিপরীতে প্রায় ৫০টি নাটকে অভিনয় করেছেন।

Ie7KoOM_DqhDYQdHemP2r_E9u7Hk9YLobQWgufgR6FQ.jpg
ছবি: সংগৃহীত

জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত অসংখ্য নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে। ইউটিউবে তার নাটক রেকর্ড সংখ্যক দর্শকরা দেখেছেন। তিনিও চলতি সময়ে প্রচণ্ড ব্যস্ত শুটিং নিয়ে। নীলয় আলমগীরের সঙ্গে তার জুটি গড়ে উঠেছে। নীলয় ও হিমি জুটি দর্শকপ্রিয়তাও পেয়েছে।

rUa2x2_dAxc8jUlxanMivoSP2-4erSTIIBZvCyYGulg.jpg
ছবি: সংগৃহীত

টিভি নাটকের নায়িকাদের মধ্যে সামিরা খান মাহি অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে। নীলয়সহ অনেকের বিপরীতে তিনি অভিনয় করেছেন।

Yp4cY1rheLCLtciNtdbBlsWrgTlaGX9pAkB6Pxl-dNc.jpg
তাসনিয়া ফারিণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

অন্যদিকে তাসনিয়া ফারিণও বেশ নাম করেছেন টিভি নাটকে। ওটিটিতেও ব্যস্ত তিনি। সিনেমাও করেছেন। তবে, নাটক দিয়েই আলোচনায় আসেন তিনি। তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে অনেকগুলো ভালো নাটক।

7Q54zmz9e8ICmvuvpi3AsTsyHuME36ZcdnfznqmfvJk.jpg
ছবি: সংগৃহীত

পারসা ইভানা টিভি নাটকে অনেক ব্যস্ত সময় পার করেছেন। তার নাটক প্রশংসিত হয়েছে। মূলত, 'ব্যাচেলর পয়েন্ট' দিয়ে দর্শকপ্রিয়তা পান। আপাতত দেশের বাইরে আছেন তিনি।

ECazIzWvBGV5kacLHV9rfLSeHpz28WuKtgqYCS3Ejr4.jpg
ছবি: সংগৃহীত

সারিকা সাবা এখন ব্যস্ত সময় পার করছেন অভিনয় নিয়ে। বলা যায়, ক্যারিয়ারে সুসময় পার করছেন।

তবে, টিভি নাটকে আরও নতুন মুখ এসেছেন। কেউ টিকে আছেন, আবার কেউ বা অল্প কিছু কাজ করে হারিয়েও গেছেন।