‘গুটি’ সিরিজে নতুন রূপে বাঁধন 

By স্টার অনলাইন রিপোর্ট
21 September 2022, 08:59 AM

খুব শিগগির 'গুটি' সিরিজের শুটিং শুরু হতে যাচ্ছে। এই সিরিজের প্রধান চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন।

চরকি অরিজিনাল সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাসগুপ্ত।

1_sultana.jpg
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আজমেরী হক বাঁধন বলেন, 'কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে নারী চরিত্র প্রধান করে কাজ হচ্ছে। গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটায় তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। ৪ থেকে ৪ দিনের মধ্যে শুটিং শুরু হবে।'

6_sultana.jpg
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, এই কথাটা আসলে শুনতে চাই না। কারণ এই কথাটা আমি যখন শুনেছি তখন প্রচণ্ড হার্ট হয়েছি। তবে আমি বিশ্বাস করি আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারবো। দর্শককেও নতুন কিছু দিতে পারবো।'