প্রথম সিনেমার শুটিংয়ে শাকিব–বুবলির ১০ ছবি

By স্টার অনলাইন রিপোর্ট
5 October 2022, 07:24 AM
UPDATED 5 October 2022, 14:56 PM

ঢালিউডে ২০১৬ সালে অভিষেক হয় নায়িকা বুবলির। প্রথম সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন নায়ক শাকিব খান। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জয় করে নেন এই অভিনেত্রী। যদিও শোনা যায়, সিনেমা নিয়ে আপত্তি ছিল বুবলির পরিবারের।

2.jpg
ছবি: স্টার

তারপর থেকেই আরও কয়েকটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন শাকিব ও বুবলি। তখন থেকে ক্যারিয়ার নিয়ে আর পিছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত এই জুটির মোট সিনেমা ১২টি, মুক্তির অপেক্ষায় আছে একটি।

4.jpg
ছবি: স্টার

২০১৬ সালের মে মাসে শাকিব ও বুবলির প্রথম সিনেমা বসগিরির শুটিং হয় এফডিসিতে। ১৮ মে বিকেলে ডেইলি স্টারের ক্যামেরায় বন্দি হন দুজনে। শুটিংয়ের ফাঁকে কিছুটা অবসর পেয়ে সেদিন ফটোসেশনে অংশ নেন তারা। অনেকগুলো ছবিও তোলেন।

5.jpg
ছবি: স্টার

শাকিব তখন বলেছিলেন, 'বুবলি শিক্ষিত মেয়ে। আমাদের চলচ্চিত্রে ওর মতো শিক্ষিত মানুষের প্রয়োজন আছে। সে অবশ্যই ভালো করবে। এটা আমার বিশ্বাস।'

6_2.jpg
ছবি: স্টার

বুবলি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, 'দেশের শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করছি, এটা আমার জন্য সারপ্রাইজ। দর্শকরা কীভাবে নেবেন সেটাই বড় বিষয়।'

3.jpg
ছবি: স্টার

সেদিন এফডিসির একটি ভবনের ছাদে দিনব্যাপী শুটিং করেন শাকিব-বুবলি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফুরফুরে মেজাজে গল্প করছিলেন তারা। শাকিব খান ক্যারাম খেলছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন বুবলি। প্রচণ্ড গরমে দুজনেই ঘেমে যাচ্ছিলেন, মেকআপম্যান এসে ঘাম মুছে দিচ্ছিলেন।

7.jpg
ছবি: স্টার

শাকিব খান বলেছিলেন, 'খুব ভালোভাবেই বসগিরির শুটিং করছি আমরা।'

8.jpg
ছবি: স্টার

বসগিরির সফলতার পর শাকিব খান ও বুবলিকে নিয়ে পরিচালকরা নতুন নতুন সিনেমা নির্মাণ শুরু করেন। গুঞ্জন আছে, বুবলিকে বেশিরভাগ সিনেমার নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারে শাকিব খানের হাত ছিল।

9.jpg
ছবি: স্টার

এই জুটির সিনেমাগুলো হচ্ছে- বসগিরি, বীর, অহংকার, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া, মনের মতো মানুষ পাইলাম না, শুটার, সুপার হিরো, বিদ্রোহী, লিডার আমিই বাংলাদেশ, রংবাজ।

10.jpg
ছবি: স্টার

মুক্তির অপেক্ষায় আছে 'লিডার- আমিই বাংলাদেশ'। সম্প্রতি এই সিনেমার একটি গানের শুটিংয়ের অংশ নেন শাকিব ও বুবলি।