কুমিল্লার রসমালাই খুব পছন্দ বাঁধনের

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
16 January 2023, 12:32 PM

অভিনেত্রী বাঁধনের প্রিয় শহর কুমিল্লা। গুটি ওয়েব সিরিজের শুটিং করেছেন এখানে। এছাড়া, পড়ালেখার জন্যও ২ মাস তাকে এখানে থাকতে হয়েছিল। হাজারও দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন একই শহরে।

দীর্ঘ বিরতির পর বাঁধন কুমিল্লা শহরে নিজেকে যেন নতুন করে ফিরে পেয়েছেন। পোস্টারে ছেয়ে গিয়েছিল পুরো শহর। অনেকদিন পরে এ দৃশ্য দেখলেন তিনি।

বাঁধন বলেন, 'ভালোলাগার কথা কী বলব? অসম্ভব ভালো লেগেছে। শহরে ঢুকেই দেখি গুটির পোস্টার আর পোস্টার। মুগ্ধতায় মন ভরে গেছে। নতুন ওয়েব সিরিজ গুটির প্রতি এখানকার মানুষের ভালোবাসার কথা মনে থাকবে অনেকদিন। দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয় জীবনের এসব স্মৃতি কখনো ভুলতে পারব না।'

কুমিল্লা টাউন হলে দর্শকদের সঙ্গে বসে নিজের অভিনীত ওয়েব সিরিজ গুটি দেখেছেন। প্রদর্শনী শেষে দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। অভিনয়ের প্রশংসাও করেন। বাঁধন বলেন, 'গুটির শুটিং করেছিলাম কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে। সেসব দিনগুলির কথা মনে পড়ছে।

কুমিল্লার রসমালাই বাঁধনের খুব প্রিয়। বাঁধনের মেয়েও কুমিল্লার রসমালাই পছন্দ করে। তিনি বলেন, 'মা-মেয়ে দু'জনেরই কুমিল্লার রসমালাই পছন্দ। সেজন্য যখন একটু সময় পেয়েছিলাম, কুমিল্লার রসমালাই কিনেছি। তারপর ঢাকায় নিয়ে এসেছি। কুমিল্লার খাদিও আমার পছন্দ।'

বাংলাদেশের বাইরে বাঁধন অভিনীত প্রথমবার হিন্দি সিনেমা 'খুফিয়া'তে অভিনয় করেছেন। এই সিনেমাটি এ বছরই মুক্তির কথা আছে।