ইত্যাদিতে একসঙ্গে বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি

By স্টার অনলাইন রিপোর্ট
3 April 2023, 05:56 AM
UPDATED 3 April 2023, 12:03 PM

আসছে ঈদে প্রচারিত হবে হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইত্যাদির এ পর্বে একসঙ্গে দেখা যাবে আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক ব্যাধি নিয়ে এবারের ইত্যাদি নির্মিত হয়েছে। মারণব্যাধি ক্যানসারের মতো কিছু কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে।

অভিনয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে ধরেছেন এই ৩ অভিনেত্রী। উপস্থিত দর্শকদের মাঝ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ দর্শকের তারকাদের সঙ্গে তাৎক্ষণিক অভিনয় ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।

প্রতিবারের মতো ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ইত্যাদি।