ভালো আছেন আফজাল হোসেন

By স্টার অনলাইন রিপোর্ট
5 September 2023, 09:17 AM
UPDATED 5 September 2023, 16:46 PM

বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ফরিদুর রেজা সাগর দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি আজ বা কালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

এর আগে, হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।