‘কবি’ সিনেমায় রাজের নায়িকা ইধিকা

By স্টার অনলাইন রিপোর্ট
13 December 2023, 08:47 AM

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তার বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

এর আগে শাকিব খানের সঙ্গে 'প্রিয়তমা' সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এটি বাংলাদেশে তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

জানা গেছে, বর্তমানে 'কবি' সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু'একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

'কবি' সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে।

শরীফুল রাজ অভিনীত 'ন ডরাই', 'পরান', 'হাওয়া', 'দামাল' সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে 'ওমর' ও 'দেয়ালের দেশ' নামের দু'টি সিনেমা।