মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে

By স্টার অনলাইন রিপোর্ট
11 January 2024, 06:11 AM
UPDATED 11 January 2024, 12:22 PM

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

গতকাল বুধবার তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ রানা। তিনিও শোবিজের সঙ্গে জড়িত।

punit1.jpg
মৌসুমী ও রানা। ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। তার অভিনীত নাটকের মধ্যে আছে 'লাভ র‍্যাক্টেঙ্গেল' ও 'রেডিও চকলেট'। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—অনন্য মামুন পরিচালিত 'ব্ল্যাকমেইল', শামিম আহমেদ রনি পরিচালিত 'মেন্টাল', হদি হক পরিচালিত '১৯৭১ সেইসব দিন'। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'নয়া মানুষ' ও 'যাপিত জীবন'।