এবার বড়পর্দায় মেহজাবীন

By স্টার অনলাইন রিপোর্ট
21 February 2024, 07:20 AM
UPDATED 21 February 2024, 13:30 PM

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে চাইছিলেন তার ভক্তরা।

মাঝে অনেকবার সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে কোনো ঘোষণা আসেনি। অবশেষে তিনি নিজেই জানালেন সিনেমায় অভিনয়ের কথা।

নাটকে অভিনয়ের ১৪ বছর পূর্ণ হওয়ার দিনেই সিনেমায় অভিষেকের কথা জানালেন এই অভিনেত্রী।

haaiddrojen_paaraksaaidd.jpg
‘সাবা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী বলেন, 'ঠিক ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই। বড়পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এই বছরই।'

'২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত "সাবা" চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। সাবা অর্থ সকাল, সকালের মৃদু বাতাস। আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। সাবা আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে', বলেন তিনি।