আমেরিকা-কানাডায় মুক্তি পাচ্ছে কাজলরেখা

By স্টার অনলাইন রিপোর্ট
30 April 2024, 09:31 AM

গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা 'কাজলরেখা' টানা তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা।

এবার দেশের বাইরে 'কাজলরেখা' মুক্তির কথা জানালেন পরিচালক।

আজ মঙ্গলবার দুপুরে গিয়াস উদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল থেকে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে।'

'মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর', বলেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, 'কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।'

'কাজলরেখা' সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।